১। এসোসিয়েট সুপারভাইজার, সিকিউরিটি : যোগ্যতা- এসএসসি, বয়স ৩৫-৪৫ বছর, বেতন-১২৩৮০/-, উচ্চতা-র্৫-৪র্ র্ , ৩ বছরের অভিজ্ঞতা।
২। সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার, সেন্ট্রাল সিকিউরিটি মনিটর : যোগ্যতা - ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা, বয়স-২২-৩০ বছর, বেতন -১০১৯৫/-, ৩ বছরের অভিজ্ঞতা।
৩। টেকনিশিয়ান (সিসিটিভি, একসেস কন্ট্রোল ও এন্ড সিকিউরিটি সিস্টেম) : যোগ্যতা-এসএসসি/এসএসসি (ভোকেশনাল) পাস, বয়স-ঐ, বেতন-৭৫৫০/-, ৩ বছরের অভিজ্ঞতা।
পূর্ণ জীবন বৃত্তান্ত, নাম (বাংলা ও ইংরেজিতে বড় অক্ষরে), মাতার নাম, পিতার নাম, স্ত্রীর নাম, জন্মতারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, বর্তমান ঠিকানা (মোবাইল নম্বরসহ), স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, পাসের সন, গ্রুপ / বিষয়, বিভাগ / শ্রেণী, বোর্ড / ইনস্টিটিউট, অভিজ্ঞতা উল্লেখ পূর্বক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত সনদ, ভোটার আইডি কার্ডের কপি এবং ৩ কপি ছবিসহ খামের উপরে পদের নাম লিখে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে পরিচালক, ব্র্যাক-এইচ.আর.ডি (আর.ডিএ সেকশন), ৮ম তলা, ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
সূত্র : প্রথম আলো, ৩ ডিসেম্বর।