Wednesday, April 13, 2011

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পদ ও যোগ্যতা : ফার্মাসিস্ট/মেডিক্যাল অ্যাসিট্যান্ট, এসএসসি এবং অনুমোদিত ফার্মাসি কাউন্সিল থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স। তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, কোনো পরীক্ষায় জিপিএ ৩ বা দ্বিতীয় শ্রেণীর নিচে নয়।
পদ ও যোগ্যতা : প্যাথলজি সহকারী (ল্যাব টেকনিশিয়ান) তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ল্যাব টেকনিশিয়ান পাস, কোনো পরীক্ষায় জিপিএ ৩ বা দ্বিতীয় শ্রেণী নয়।
বেতন : ৪৯০০-১০৪৫০/-
পদ ও যোগ্যতা : গাড়িচালক, অষ্টম শ্রেণী পাস, গাড়ি চালনার বৈধ লাইসেন্স এবং তিন বছরের অভিজ্ঞতা। লগবুক লেখা, সংরক্ষণ এবং গাড়ির সাধারণ মেরামত কাজ করতে সক্ষম।
বেতন : ৪৭০০-৯৭৪৫/-
পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী, স্নাতক, কোনো পরীক্ষায় জিপিএ ৩ বা দ্বিতীয় শ্রেণীর নিচে নয়, কম্পিউটার (এমএস ওয়ার্ড/ওয়ার্ড প্রসেসিং/এঙ্লে) প্রশিক্ষণ থাকতে হবে।
বেতন : ৫৫০০-১২০৯৫/-
পদ ও যোগ্যতা : ল্যাবরেটরি সহকারী, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বা সমমান। কোনো পরীক্ষায় জিপিএ ৩ বা দ্বিতীয় শ্রেণীর নিচে নয়।
বেতন : ৪৯০০-১০৪৫০/-
পদ ও যোগ্যতা : এঙ্রে টেকনিশিয়ান, সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ট্রেড সার্টিফিকেটসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি, কোনো পরীক্ষায় জিপিএ ৩ বা দ্বিতীয় শ্রেণীর নিচে নয়।
আবেদনের শেষ তারিখ : ২৮-০৪-১১
ঠিকানা : পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
সূত্র : যুগান্তর, ২৬ মার্চ, পৃ. ১৫

No comments:

Post a Comment