Wednesday, April 13, 2011

ডেপুটি জেলার পদে

পদ ও যোগ্যতা : ডেপুটি জেলার, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং শারীরিক যোগ্যতা (পুরুষের জন্য) উচ্চতা ১.৬৫ মিটার, বুক ৮৭.৯২ সেন্টিমিটার, ওজন ৫২ কেজি এবং মহিলাদের জন্য উচ্চতা ১.৫৭ মিটার, বুক ৭৬.৯২ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি_৮
বেতন : ৫৫০০-১২০৯৫/-
আবেদনের শেষ তারিখ : ২১ এপ্রিল
ঠিকানা : ইকবাল কবির চৌধুরী, সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন), পক্ষে-কারা মহাপরিদর্শক, ফোন : ৭৩০০৪৬৬ (দপ্তর)
সূত্র : জনকণ্ঠ, ২৮ মার্চ, পৃ. ১২

No comments:

Post a Comment