Wednesday, April 13, 2011

শিক্ষা মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : প্রোগ্রামার, মাস্টার্স (সহকারী প্রোগ্রামার হিসেবে চার বছরের অভিজ্ঞতা) অথবা প্রকৌশল/কম্পিউটার বিজ্ঞানে বিএসসি (দুই বছর) অভিজ্ঞতা। পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য_৪
বেতন : ১৮৫০০-২৯৭০০/- (সাকুল্যে ২৯৩৭৫)
বয়স : ৩৫ বছর
পদ ও যোগ্যতা : সহকারী পরিদর্শক, দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স। বিএড/এডুকেশনে ডিপ্লোমা অগ্রাধিকার। শিক্ষা প্রশাসন/শিক্ষকতায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার_৭৮।
বেতন : ১১০০০-২০৩৭০/- (সাকল্যে ১৮২০০)
বয়স : ৩০ বছর, বিভাগীয়দের ক্ষেত্রে ৩৫ বছর।
পদ ও যোগ্যতা : গবেষণা কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স, প্রথম শ্রেণী অগ্রাধিকার। শিক্ষা প্রশাসন/শিক্ষকতায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার_২১।
বেতন : ১১০০০-২০৩৭০/- (সাকল্যে ১৮২০০)
বয়সসীমা : ৩০ বছর, বিভাগীয়দের ৩৫ বছর
পদ ও যোগ্যতা : উপজেলা একাডেমিক সুপারভাইজার, দ্বিতীয় শ্রেণীর এমএড/বিএড অথবা এডুকেশনে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স। শিক্ষা প্রশাসন/শিক্ষকতায় তিন বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার_১৫।
বেতন : ১১০০০-২০৩৭০/- (সাকল্যে ১৮২০০)
বয়সসীমা : ৩০ বছর, বিভাগীয়দের ৩৫ বছর
আবেদনের শেষ তারিখ : ২১ এপ্রিল
ঠিকানা : প্রকল্প পরিচালক, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (SESDP), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন (দ্বিতীয় ব্লক, ষষ্ঠতলা), ১৬ আব্দুল গণি রোড, ঢাকা-১০০০
সূত্র : যুগান্তর, ২৬ মার্চ, পৃ. ৬

No comments:

Post a Comment