জবা টেক্সটাইল মিলস
১। প্রশাসনিক কর্মকর্তা : যোগ্যতা-স্নাতক পাস, ৫ বছরের অভিজ্ঞতা।
২। একাউন্ট অফিসার : যোগ্যতা-বিকম/ একাউন্টিং-এ অনার্স পাসসহ ৪ বছরের অভিজ্ঞতা, কম্পিউটার জানতে হবে।
৩। স্টোর অফিসার : যোগ্যতা-স্নাতক পাসসহ ৪ বছরের অভিজ্ঞতা, কম্পিউটার জানতে হবে।
৪। সিকিউরিটি অফিসার : যোগ্যতা-এসএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা জেসিও পদবির সমমান হতে হবে।
৫। কম্পাউন্ডার : যোগ্যতা-প্যারামেডিক্যাল পাসসহ ২ বছরের অভিজ্ঞতা।
৬। কনস্ট্রাকশন সুপারভাইজার : যোগ্যতা-এইচএসসি পাসসহ ৩ বছরের অভিজ্ঞতা, ডিপ্লোমা (সিভিল ইঞ্জিনিয়ার) পাসসহ ১ বছরের অভিজ্ঞতা।
৭। সময়রক্ষক : যোগ্যতা-এসএসসি/ এইচএইসসি, ৩/৪ বছরের অভিজ্ঞতা।
৮। অফিস পিয়ন : যোগ্যতা-অষ্টম শ্রেণী পাসসহ অভিজ্ঞতা অগ্রাধিকার।
৯। নিরাপত্তা প্রহরী : যোগ্যতা-অষ্টম শ্রেণী পাসসহ ২ বছরের অভিজ্ঞতা।
পূর্ণ জীবন বৃত্তান্ত, ২ কপি ছবি, প্রয়োজনীয় সব সনদের কপি, ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপিসহ আগামী ২০/১২/১০ মধ্যে ব্যবস্থাপক, জবা টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রাহ্মন্দী, নরসিংদী ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
সূত্র : প্রথম আলো, ৮ ডিসেম্বর।
No comments:
Post a Comment